খাগড়াছড়ি জোনের ইফতার সামগ্রী বিতরণ


খাগড়াছড়ি জোনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর জোন মাঠে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় ১০০ টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারের প্যাকেজ এ ছিল – চাউল-০৫ কেজি, ডাল-০১ কেজি, চিনি-০১কেজি, ছোলা-০১ কেজি এবং মুড়ি-০১ কেজি।
ইফতার সামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে খাগড়াছড়ি জোনের উদ্যোগে ক্ষুদ্র প্রচেষ্টা। যাবে পবিত্র মাসটিতে সবাই ভালো মন্দ খেতে পাবে। ভালো ভাবে রোজা রাখতে পারেন। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।
পবিত্র ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের এই ধরনের পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।