খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনজন বাঙালি আহত

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা লতিবান ইউনিয়নস্থ ক্যাপে রুখখ্যাং এর পাশে খাগড়াছড়ি সদর-পানছড়ি সড়কে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়ে তিনজন বাঙালি আহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পানছড়ি সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো: মতিউর রহমানের ছেলে আব্দুর রহিম (২৪), দমদম গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২) এবং কলোনিপাড়া গ্রামের আলিনুরের ছেলে মো: সোহাগ (২৩)।

সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিরা নিজ বাড়ি আসার সময় খাগড়াছড়ি সদর-পানছড়ি সড়কে অবস্থারত মদ্যপ অজ্ঞাত পাহাড়ী কর্তৃক হামলার শিকার হন এবং তাদের সাথে থাকা একটি মোবাইল ও নগদ সতেরো শত টাকা নিয়ে যায়। বর্তমানে আহতরা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আছেন।

এদিকে এ ঘটনাটিকে সাম্প্রতিক এনসিটিবি’র ‌‘আদিবাসী’ ইস্যুর সাথে জড়িয়ে একদল সোস্যাল মিডিয়ায় প্রচার করে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন