খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

fec-image

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দ্রুত সংস্কারের দাবিতে খাগড়াছড়ি জেলা শহরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণসহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ, যা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারা বলেন, এই সড়কের বিভিন্ন অংশে প্রচুর গর্ত সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। এর আগেও সংবাদ মাধ্যমে সড়কের অবস্থা তুলে ধরা হয়েছে, তবে কর্তৃপক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জানিয়ে দেন, সড়ক সংস্কার না হলে তারা ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, জেলা ছাত্রদলের সভাপতি শাহে হোসেন সুমন, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক ইউসুফ আদনান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দীরুল আলম রাজু, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মনির হোসেন, সিএনজি ও মাহিন্দ্র সমিতির সভাপতিসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনের পর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক উপদেষ্টার কাছে এই স্মারকলিপি পৌঁছানো হয়, যাতে দ্রুত সড়কটির সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দূরবস্থা নিয়ে সম্প্রতি পার্বত্য নিউজে সংবাদ প্রকাশিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন