খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের ১২তম আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত এ মনোজ্ঞ আয়োজনের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খান্দকার। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল।স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
ঘটনাপ্রবাহ: এ বি এম ইফতেখারুল ইসলাম খান্দকার, খাগড়াছড়ি, জেলা প্রশাসক
Facebook Comment