খাগড়াছড়ি পৌরসভায় দরিদ্রদের ঈদ উপহার বিতরণ

fec-image

খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।

পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় নির্ধারিত পরিমাণ চাল দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। কেউ যেন অভুক্ত না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যাতে প্রকৃত দরিদ্র মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন