খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে মনোমুগ্ধকর কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“গোষ্ঠী, ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এই মূলমন্ত্রকে সামনে রেখে সারাদেশসহ পাহাড়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা আরও মজবুত করার জন্য মনোমুগ্ধকর সম্প্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ মনোমুগ্ধকর কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কনসার্টে সম্প্রীতির বার্তা দিয়ে গান পরিবেশন করেন জিনিয়া জাফরিন লুইপা, জুলিপ্রু মারমা, অতিথি শিল্পী ও স্থানীয় সংগীত শিল্পী, অরণ্য ব্যান্ড, সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্যশিল্পীসহ কলাকুশলীরা।
সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্র ধারণ করে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সংস্কৃতিকে তুলে ধরা হয় অনুষ্ঠানে।
মনোমুগ্ধকর এ পরিবেশনায় খাগড়াছড়িবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার দীপ্ত শপথের কথা জানান উপস্থিত দর্শকরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম সোনিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।