খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি, স্টেডিয়াম পরিদর্শনে ব্রি. জে. আমান
পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হলে পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
তিনি বলেন, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত এবং খেলাধুলা ও সংস্কৃতি পাহাড়ি-বাঙালির ঐক্য আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট” উপলক্ষ্যে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনকালে একথা বলেন তিনি।
আগামী ২৩ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য শুরু খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন অংশ নিচ্ছে। এ টুর্নাসেন্টকে সামনে রেখে স্টেডিয়ামসহ পুরো খাগড়াছড়ি বর্ণিল সাজে সাজানো হচ্ছে।
এ টুর্নামেন্টে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের বাংলাভিশন মিডিয়া পার্টনার।