parbattanews

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ির দূর্গম এলাকায় প্রসূতি ও গাইনি রোগীদের মানবিক সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ির গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি উপজেলার দূর্গম মহালছড়ি এলাকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৯০–২০০ জন বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনি রোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

বর্তমান পরিস্থিতিতে যখন স্বাভাবিক জীবন ব্যবস্থা বিঘ্নিত এবং দূর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছানো খুবই কষ্টসাধ্য তখন সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতেও সেনাবাহিনী এধরণের কার্যক্রম চালিয়ে যাক।

খাগড়াছড়ি রিজিয়নের ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের মেজর উম্মে হাবিবা আসমার নের্তৃত্ব উক্ত স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা অনুষ্ঠান পরিচালিত হয়।

Exit mobile version