parbattanews

খাগডাছড়িতে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে সেলিম এন্ড ব্রাদাস’র মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়িতে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে সেলিম এন্ড ব্রাদাস’কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা সদরের ঠাকুরছডায় এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেন।

তিনি জানান, শনিবার সকালে সরকারি কাজে যাওয়ার সময় ইটভাটার জন্য অবৈধভাবে কৃষির জমির উপরিভাগ (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে টপসয়েল কাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটা মালিক মো. সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে মাটিকাটা, পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, এর আগেও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে সেলিম এন্ড ব্রাদাস’কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Exit mobile version