parbattanews

খাগড়াছড়িতে অনুর্ধ্ব ১৬ইয়াং টাইগার্স বিভাগীয় ক্রিকেট উদ্বোধন

capture-copy

নিজস্ব প্রতিবেদক:

অনুর্ধ্ব ১৬ইয়াং টাইগার্স বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা খাগড়াছড়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল ফেনী জেলা দলের মুখোমুখি হয়।

টসে জিতে ফেনী জেলা দল ব্যাট করতে নেমে ৫০ ওভারের খেলায় ২৯ ওভার ১বলে সব কটি ইউকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে হীরা ৫৫ বলে সবোর্চ্চ ৫১ রান সংগ্রহ করে। জবাবে বান্দরবান জেলা দল খেলতে নেমে ৭০ রানে সব ক’টি ইউকেট হারালে ৭৫ রানের জয় পায় ফেনী জেলা দল।

এর আগে সকালে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাস ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এটিএম কাউছার হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজহার হীরা ও ধীমান খীসা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খাগড়াছড়ি ভেনুর নির্বাচক মুজাহিদ বাবু, বান্দরবান ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, ফেনী ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও টীম ম্যানেজার আমজাদ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উদ্বোধন শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা পরিচালনা করেন আম্পায়ার সুমন মল্লিক ও জীবন দেওয়ান। টুর্ণামেন্টে শুক্রবার চট্টগ্রাম জেলা দলের মুখোমুখি হবে রাঙ্গামাটি জেলা দল।

 

Exit mobile version