খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে রাতে মিছিল ও গাড়ি ভাঙচুর
সরকারবিরোধীদের ডাকা একাদশ দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাতে খাগড়াছড়িতে মিছিল ও গাড়ি ভাঙচুর হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির জিরো মাইলের বেশ কিছু গাড়ীর ভাঙচুরের খবর পাওয়া গেছে।
এছাড়াও অবরোধের সমর্থনে সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে।
এ সময় নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবী জানিয়ে স্লোগান দেন।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাপ্রবাহ: অবরোধ, খাগড়াছড়ি, ভাঙচুর
Facebook Comment