খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু
খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে মাওস্রিজিতা দেওয়ান নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে জেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওস্রিজিতা দেওয়ান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।
নিহতের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, সোমবার রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও মাওস্রিজিতা বাড়ির মধ্যে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ঘটনাপ্রবাহ: আগুনে দগ্ধ, খাগড়াছড়িতে, প্রভাষকের
Facebook Comment