parbattanews

খাগড়াছড়িতে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান

আবহাওয়া দপ্তরের সতর্কবাণীর নির্ধারিত সময়ের আগেই খাগড়াছড়িতে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান।

মঙ্গলবার(১৯ মে) বিকাল ৫টার পরপরই এ বর্ষন শুরু হয়েছে।  শহরের রাস্তাঘাত ঢুবে গেছে।

করোনাবাইরাসের পাশাপাশি প্রবল বর্ষণে খাগড়াছড়ি জেলাবাসীর নতুন আতংকে দিন পার করছে। ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনও প্রস্তুতি নিয়েছে।

মঙ্গলবার দুপরে খাগড়াছড়ি জেলা শ্রসশানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা হয়েছে। সভায় জেলায় ৬টি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

Exit mobile version