parbattanews

খাগড়াছড়িতে আট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়িতে আট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির এ আট  উপজেলা পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

খাগড়াছড়ির আট উপজেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান পদে মো. শানে আলম, দীঘিনালায় উপজেলায় মো. কাশেম, মহালছড়ি উপজেলায় কাজাই মারমা, পানছড়িতে উপজেলায় বিজয় দেব, মাটিরাঙ্গায় উপজেলায় মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলায় মো. জয়নাল আবেদীন, লক্ষীছড়ি উপজেলায় বাবুল চৌধুরী ও রামগড়ে বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

এদিকে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে শাসক দলে রয়েছে নানা হিসেবে-নিকেশ।

বসে নেই পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক সংগঠন গুলো।

উল্লেখ্য, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৯টি উপজেলা পরিষদে আওয়ামী লীগ মাত্র একটি উপজেলা পরিষদে নির্বাচিত হন। বিএনপি জয়ী হয় দুটি-তে। তিনটি উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়। ৫টি উপজেলা পরিষদের   পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক  সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন  আঞ্চলিক রাজনৈতিক দল ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং একটি জেএসএস(এমএন) সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন।

Exit mobile version