খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

fec-image

নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ পৌর কাউন্সিলরা অংশগ্রহণ করেন।

রবিবার(৮ মার্চ) পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি নারীপক্ষ, দুর্বার নেটওয়ার্ক কর্মসূচি, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, কেএমকেএস পৃথকভাবে দিবসটি পালন করেছেন।

বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’র উদ্যোগে খাগড়াছড়িতে অনুষ্ঠিত এক নারী সমাবেশে জনসংহতি সমিতির নেতারা পার্বত্য চট্টগ্রামে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে অবকাঠামোগত পরিবর্তন হলেও নারী সমাজের অবস্থার কোন অগ্রগতি হয়নি।

বিশেষ করে পাহাড়ি নারীদের ওপর বহুমুখী সহিংসতা চেপে বসেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং প্রশাসনের অসহযোগিতায় বেশিরভাগ নারী নির্যাতনের ঘটনায় প্রতিবিধান মিলছে না। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণেই পাহাড়ে নারীর নিরাপত্তাহীনতার বড় কারণ।

মারমা উন্নয়ন সংসদ হলে সংগঠনের সভাপতি কাকলী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা প্রকাশ পেলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিজেএসএস-র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা ও বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, নারী সমিতির কেন্দ্রীয় সা: সম্পাদক মল্লিকা চাকমা, অনিতা রোয়াজা এবং রত্না তঞ্চগ্যা।

প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়াণ রাজনীতিক তাতিন্দ্র লাল চাকমা বলেন, সমাজে নারী-পুরুষের বৈষম্য রেখে দেশ এগোতে পারে না। আর পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা রীতিমতো ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। দেশের বিশেষ সম্ভাবনাময় পার্বত্যাঞ্চলের নারীদের নিরাপত্তা বিধানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের কোনই বিকল্প নেই বলে মত ব্যক্ত করেন তিনি।

সমাবেশের আগে বিশালাকার ও বর্ণাঢ্য এক শোভাযাত্রা ব্যানার ফেস্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক নারী দিবস, পার্বত্য, পাহাড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন