parbattanews

খাগড়াছড়িতে আ’লীগের আনন্দ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায়ের পরপর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে।

মিছিলকারীরা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করে।

আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলাসদর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুন্নবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, ১৯৯১ সালে সৌদি সরকারের পক্ষ থেকে এতিমদের জন্যে যে অনুদান দেয়া হয়েছিলো তা খালেদা জিয়া ও তার ছেলেরা আত্মসাৎ করায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে এ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয় আজ এ মামলার ঐতিহাসিক রায়ের মাধ্যমে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে।

রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে শেষ রক্ষা হবে না। এবার হবে সরকার পতনের আন্দোলন এবং অতিসত্বর খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে। শেখ হাসিনার নিপাতের পরেই আমরা ঘরে ফিরবো।

Exit mobile version