খাগড়াছড়িতে আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

fec-image

নানা আয়োজনে খাগড়াছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শেখ রাসেলের ছোট বেলার স্মৃতি চারণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও তার আত্মার সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সংরক্ষীত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা জুয়েল চাকমা ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ. লীগ, খাগড়াছড়ি, জন্মদিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন