খাগড়াছড়িতে আ.লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
নানা আয়োজনে খাগড়াছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শেখ রাসেলের ছোট বেলার স্মৃতি চারণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও তার আত্মার সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সংরক্ষীত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা জুয়েল চাকমা ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।