parbattanews

খাগড়াছড়িতে এটুআই প্রোগ্রামের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ ও অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।

সোমবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম বক্তব্য রাখেন।

বক্তারা জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের গৃহিত কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেটের যে চাহিদা রয়েছে। বাংলাদেশে এ সেবা চালু করতে সরকার সাবমেরিন সংযোগে যুক্ত হয়েছে। পূর্ণাঙ্গ সাবমেরিন সংযোগ চালু হলে তথ্যের প্রাপ্যতা আরও বেশি গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version