parbattanews

খাগড়াছড়িতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলন মেলা

khagrachari-picture03-10-01-2017-copy

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সরব অংশ গ্রহণে খাগড়াছড়িতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, জাতীয় পাটির(এ) সভাপতি মো. ইছাক মিয়া, এডভোকেট নাসির আহমেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তুরুন কুমার ভট্টাচার্য, দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, বীর কিশোর চাকমা অটল, এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, জেলা পরিষদ সদস্য সতীশ চাকমা, এডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশর ত্রিপুরা, এমএ জব্বার, জুয়েল চাকমা, মংশেপ্রু চৌধুরী অপু, শতরূপা চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বাঙালি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানাসহ জেলার কর্মরত সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা ।

Exit mobile version