parbattanews

খাগড়াছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

pic 2
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে খরিফ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণকরা হয়েছে।

সোমবার দুপুরের দিকে সদর উপজেলা মিলনায়তনে খাগড়াছড়ি কৃষি অফিসের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ২৯৮ নং আসনের সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পাজেপ সদস্য ও খাগড়াছড়ি কৃষি কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পার্বত্য জেলা পরিষদ কৃষি সম্প্রসরন অধিদপ্তর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল কাশেম,সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলার ১২০টি কৃষি পরিবারের মাঝে সার, বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করেন।

উল্লেক্ষ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ৮ শত কৃষি পরিবারের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি কৃষি অফিস।

Exit mobile version