parbattanews

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের মাতৃভাষায় শিক্ষা বিষয়ক সেমিনার

নিজস্ব  প্রতিবেদক, খাগড়াছড়ি:

“খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের মাতৃভাষায় শিক্ষা –এ মুহূর্তে করণীয় ও সম্ভাবনা  শীর্ষক” সেমিনার বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে  খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটেরিয়ামের অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সরকার দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়ে এ অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে স্বীকৃতি দিয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট গবেষক সুগত চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. চাহেল, খাগড়াছড়ি পিটিআই’র তত্ত্বাবধায়ক মতিলাল দে, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।

প্যানেল আলোচক ছিলেন, সাবেক যুগ্ম সচিব উক্যজেন, কেএনএসআই’র নির্বাহী কমিটির সদস্য বোধিসত্ব দেওয়ান ও জাবারং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা ত্রিপুরা।

Exit mobile version