খাগড়াছড়িতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খাগড়াছড়ি জেলা কৃষকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের “বৈঠকে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল নোমান সাগর, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শ বড়ুয়া ও সাধারণ সম্পাদক নীলপদ চাকমাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।