parbattanews

খাগড়াছড়িতে গণতন্ত্র হত্যা দিবসে সকল রাজবন্দীদের মুক্তি দাবি বিএনপির

খাগড়াছড়িতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে সমাবেশে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইমলাম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরামুল হক রানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সহসভাপতি হাফেজ আহমেদ ভূইঁয়া, কংচারী মারমা, মণীন্দ্র কিশোর ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম।

Exit mobile version