parbattanews

খাগড়াছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, সদর উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, কৃষিসম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জীতেন চাকমা, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দীন, খাগড়াছড়ি জেলা জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাজিয়া নাহিদ, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমানসহ জেলা শহরের বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি ভিডিওতে দেখুন:

গণ*হ*ত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

Exit mobile version