parbattanews

খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় সংক্রমন দ্বিগুনের বেশি বেড়ে ৩১.৮ শতাংশ

খাগড়াছড়িতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। মাত্র ২৪ ঘন্টায় প্রায় দ্বিগুন বেড়ে সংক্রমের হার দাড়িয়েছে ৩১.৮ শতাংশ। বুধবার (২৩ জুন) জেলায় সংক্রমনের হার ছিল ১৩.৪ শতাংশ।

আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরে ১০ জন, রামগড় ৪ জন, দীঘিনালা ৪ ও মাটিরাঙায় ১ জন। হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগের দাবি স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনায় ১৯ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৭ হাজার ২শ ৮২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ১ হাজার ২৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জন।

Exit mobile version