parbattanews

খাগড়াছড়িতে গরীব বাঙ্গালি মহিলার চিকিৎসায় সেনাবাহিনীর অনুদান

বুধবার (১৭ জুলাই ২০১৯) হনুফা বেগম নামের ওই মহিলাকে অনুদান দেওয়া হয়

খাগড়াছড়িতে একজন গরীব বাঙ্গালি মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

বুধবার (১৭ জুলাই ২০১৯) হনুফা বেগম নামের ওই মহিলাকে অনুদান দেওয়া হয়। তাঁর স্বামী শালবন আবু তাহের (প্রতিবন্ধী)।

জানা যায়, উক্ত মহিলার পেটে পাথর হয়েছে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা একান্ত প্রয়োজন।

উক্ত অনুদান প্রাপ্তিতে অসুস্থ মহিলা খাগড়াছড়ি সদর জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অর্থের অভাবে আমার চিকিৎসা সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল।খাগড়াছড়ি সদর জোনের এই অনুদান প্রাপ্তিতে আমার চিকিৎসা  (অপারেশন) করতে পারবো তাই অত্যন্ত আনন্দিত।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত আর্থিক অনুদান প্রদানসহ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করছে।ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version