parbattanews

খাগড়াছড়িতে চিত্রাংকন ও মারমা ভাষা ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মারমা ভাষা ধর্মীয় শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে খাগড়াছড়িতে চিত্রাংকন ও মারমা ভাষা ভিত্তিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

৮০ জন মারমা সম্প্রদায়ের শিক্ষার্থী চিত্রাংকন মারমা ভাষা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয় হাতের লেখায় ক,খ,গ বিভাগে ৩ জন করে ৯ জন, কবিতায় ৯ জন ও চিত্রাংকনে ক,খ বিভাগে ৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিচারকে দায়িত্ব পালন করেন, ভদন্ত সুমনাথের (প্রতিষ্ঠাতা),পরীক্ষা নিয়ন্ত্রক হ্লাসিংথোয়াই মারমা।

ক বিভাগে ১ম শ্রেণী থেকে ৫ম ও খ বিভাগে ৬ষ্ঠ থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীরা নিজ নিজ ভাষায় চিত্রাংকনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণসহ মাতৃভাষার প্রতি অফুরন্ত ভালোবাসার মধ্য চিত্রাংকনে ফুটিয়ে তোলেন।

মংসাউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. অংক্যজাই মারমা, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে চাইলা মারমা, ভদন্ত নাইন্দাগা ভিক্ষু, ভদন্ত এম.শ্রী ইন্দবংশ, ভদন্ত আগাসারা ভিক্ষু।

Exit mobile version