খাগড়াছড়িতে জন্মাষ্টমী র্যালীতে পূর্ণার্থীদের মিলনমেলা
খাগড়াছড়িতে বণার্ঢ মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
শুক্রবার সকালে লক্ষী নারায়ন মন্দিরের সামনে থেকে বিশ্বশান্তির কামনায় আয়েজিত শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্দ্যেগে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি এড. বিধান কানুনগো, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ।
এছাড়াও র্যালি সহ্স্রাধিক ধর্মপ্রাণ নারী পুরুষ অংশ নেন। পরে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষী নারায়ন মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গনে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে চন্ডী পাঠ, গীতা পাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পুঁজার আয়োজন করা হয়েছে।