খাগড়াছড়িতে জামায়াতের শান্তিপূর্ন হরতাল পালন
খাগড়াছড়ি সংবাদদাতা :
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতা একেএম ইউছুফকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশ ব্যাপী জামায়াতের ডাকা হরতাল খাগড়াছড়িতে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।
হরতালের কারণে সকাল থেকেই জেলা শহরের বাজারের সকল দোকানপাঠ বন্ধ রাখতে দেখা যায়। অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের পায়ে হেটে ক্লাসে যেতে দেখা গেছে।
ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি গুলো খাগড়াছড়িতে ভোরে এসে পৌছালেও এখান থেকে কোন যানবাহন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
জেলার উপজেলাগুলোতেও শান্তিপূর্ন হরতাল পালনের কথা জানা গেছে। জেলা শহরের দক্ষিনমাথা, ভাংগাব্রিজ, আদালত সড়ক, চেঙ্গিমোড়, বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ন স্পটে আইন-শৃংখলা বাহিনী সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়া কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।