parbattanews

খাগড়াছড়িতে জায়গা নিয়ে বিরোধ, উভয় পক্ষের হামলায় আহত ৭


খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার বরিশাল পাড়ায় জায়গা নিয়ে বিরোধে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষে ৭ জন আহত হয়েছে। আহতরা সকলেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশাপাশি বসবাসরত দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গঞ্জপাড়ার মৃত্যু আলী আহাম্মদ এর স্ত্রী রেজিয়া বেগম এবং তাদের সন্তান মো. শওকত, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া। অপর পক্ষে আলী হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম।

আহত রেজিয়া বেগম জানান, আলী হোসেন থেকে চার পাঁচ বছর আগে বসত ভিটার জন্য ৭ শতক জমি কেনেন। এ জায়গার সীমানা নিয়ে গত চার মাস ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে কথা কাটাকাটি এক পর্যায়ে রাশিদা বেগম ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে রেজিয়া বেগম আহত হন। এর কিছুক্ষণ পরে আলী হোসেন ও তার ছেলে শহীদুল ইসলাম সহ ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পরিবারের অন্যান্যদের আহত করেন।

অপর দিকে রাশিদা বেগম অভিযোগ করেন, সন্ধ্যার দিকে তাকে ঘর থেকে বের করে উঠানে ফেলে মারধর করে রেজিয়া বেগম ও তার সন্তানেরা।

Exit mobile version