parbattanews

খাগড়াছড়িতে জেএসএস (এমএন) শোকসভায় ইউপিডিএফ-কে নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-কে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএম) গ্রুপ। সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার স্বরণে খাগড়াছড়িতে আয়োজিত কেন্দ্রীয় জেএসএস (এমএম) শোক সভায় বক্তারা এ দাবি জানান।
মঙ্গলবার (৮ মে) জেএসএস (এমএন) গ্রুপের কেন্দ্রীয় কমিটির সদস্য দূর্গা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেএসএস (এমএন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা, কেন্দ্রীয় সদস্য উজ্জল চাকমা, চিত্র বিকাশ চাকমা ও রাঙামাটির জেলা কমিটির সভাপতি অরাদ্ধ চাকমা।
গত ৩ মে সন্ত্রাসীদের গুলিতে রাঙামিাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট শক্তিমান চাকমা নিহত হন। পরের দিন তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বেতছড়িতে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় আহবায়ক তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন নিহত হন।

Exit mobile version