খাগড়াছড়িতে টায়ারে আগুন ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে হরতাল চলছে
খাগড়াছড়িতে টায়ারে আগুন ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে আহুত ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন পালিত হচ্ছে।
রবিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতাল সড়ক ও মধুপুর বাজারে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে মহিলা দল।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে হরতালের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
হরতালের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটে কোন গাড়ি ছেড়ে যায়নি। তবে শহরে বিক্ষিপ্তভাবে টমটম চলাচল করতে দেখা গেছে। দোকানপাটও আংশিক খোলা রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাপ্রবাহ: আগুন, খাগড়াছড়ি, ঝটিকা মিছিল
Facebook Comment