parbattanews

খাগড়াছড়িতে ডেঙ্গুর সাথে ম্যালেরিয়া জ্বর আতঙ্ক, ১২ দিনে ৬৭ জন ডেঙ্গু রোগী

খাগড়াছড়িতে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া জ্বর আতঙ্ক দেখা দিয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে জনি ত্রিপুরা (২১) নামে এক ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর মানুষের মাঝে আতঙ্কে নতুন মাত্রা যোগ করেছে। হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে ১২ দিনে সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। সনাক্তদের মধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৫ ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২২ জন রয়েছেন স্থানীয়। হাসপাতালে শুধু ডেঙ্গু রোগীদের আলাদা চারটি ওয়ার্ড খোলা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা ম্যালেরিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যু নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পরপরই রোগীর মৃত্যু হয়।ম্যালেরিয়ায় আক্রান্ত আরো দুই শিশুর চিকিৎসা চলছে।

তিনি জানান, ম্যালেরিয়া জোন নামে পরিচিত খাগড়াছড়িতে দীর্ঘ দিন ধরে ম্যালেরিয়া রোগ ছিল না।খাগড়াছড়ি সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে। হাসপাতালে ৫০ শয্যার ডাক্তার নেই। সেখানে ১শ শয্যার চালু করা হয়েছে। ফলে সাধারণ রোগির পাশাপাশি ডেঙ্গুর সাথে নতুন করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ডাক্তার রোগী সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে।

Exit mobile version