parbattanews

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ 

Khagrachari Picture 18-03-2017 copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

প্রত্যন্ত দুর্গম এলাকার হতদরিদ্র ও কম সেবা প্রাপ্তদের স্যানিটেশনের আওতায় আনতে খাগড়াছড়ি শুরু হয়েছে দুই দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার সকালে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে খাগড়াছড়ি শহরের একটি বেসরকারী হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, জাতীয় স্যানিটেশন প্রকল্পের(৩য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আব্দুল মোন্নাফ।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্যানিটেশন প্রকল্পের(৩য় পর্যায়) সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম ও সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আক্তার।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, জাতীয় স্যানিটেশন প্রকল্পের(৩য় পর্যায়) আওতায় খাগড়াছড়িতে উন্নত, মাঝারি ও স্বল্পমূল্যের  ৪হাজার ২৩৪ টি ল্যাট্রিন স্থাপন করা হবে। প্রায় তিন কোটি টাকা ব্যায়ে চলমান এ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৯ সালে।

এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, প্রকল্পভুক্ত দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য টেকসই স্যানিটেশন প্রযুক্তির ব্যবস্থা করা, ব্যক্তিগত স্বাস্থ্য অভ্যাস পালনের মান উন্নয়ন করা এবং স্থায়ী  ভিত্তিতে আচারণগত পরিবর্তন ঘটানো ও স্যানিটেশন সেবা বঞ্চিত এবং স্বল্পসেবাপ্রাপ্ত এলাকার বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কমিউনিটি  ল্যাট্রিন ও টেকসই উন্নত স্যানিটেশনের ব্যবস্থা।  এ ক্ষেত্রে বিশেষ করে নারী ও শিশুদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।

Exit mobile version