parbattanews

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ ও অপসংস্কৃতি রোধে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।

শুক্রবার(২০জুলাই) বিকাল ৫টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।

এর আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে  একটি বণার্ঢ্য  র‌্যালি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী উৎসবে বাংলার চিরায়িত ঐহিত্য, সংস্কৃতি ও লোকরীতির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুসঙ্গ তুলে ধরা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরী,  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ পরিচালক সুসময় চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version