খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী ভ্রাম্যমান ইয়েস ক্যাম্পেইন”
দুলাল হোসেন, খাগড়াছড়ি:
সচেতন নাগরিক কমিটি(সনাক), খাগড়াছড়ি’র সহযোগী সংগঠন ইয়েস,ইয়েস-ফ্রেন্ডস ও স্বচ্ছতার জন্য নাগরিক(স্বজন) এর উদ্যোগে ১৩ জুন বৃস্পতিবার খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী ভ্রাম্যমান ইয়েস ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
ক্যাম্পেনইটির শুভ উদ্বোধন করেন সনাক খাগড়াছড়ি’র সভাপতি শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির সভাপতি সাংবাদিক মো.জহুরুল আলম। ক্যাম্পেইনটির নেতৃত্ব দেন সনাক সদস্য, বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী মো. আবুল কাশেম।
শুভ উদ্বোধনী বক্তব্যে জনাব খীসা বলেন, সচেতন মানুষের নিরবতার কারনে দুর্নীতির প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সচেতন মানুষের নিরবতা ভাঙতে ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এই ক্যাম্পেইন ততক্ষন চলবে, যতক্ষন নিরবতা ভেঙ্গে জনগণের পক্ষ থেকে দুর্নীতির বিরোদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে না উঠে। তিনি আরো বলেন যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হলে আগামী প্রজন্মের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না।
উক্ত ক্যাম্পেইন সনাক খাগড়াছড়ি অফিস হতে শুরু হয়ে শহরের সকল গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে (মহিলাকলেজ, শাপলা চত্ত্বর চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর বাজার, বাসস্ট্যান্ড, জিরোমাইল, পূনরায় শাপলা চত্ত্বর হয়ে জেলাজজ আদালত,পুলিশলাইন,হাসপাতাল,মধুপুর বাজার) সনাক অফিসে এসে শেষ হয়। এসময় ক্যাম্পেইন থেকে দুর্নীতিবিরোধী ও দেশাত্মবোধক গান পরিবেশন, দুর্নীতিবিরোধী স্লোগান প্রচার এবং লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ইয়েস সদস্যরা সরকারি-বেসরকারি সকল অফিসে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করেন ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে অংশগ্রহনের অনুরোধ জানান।