খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী করোনা আক্রান্ত
খাগড়াছড়ি পৌর এলাকার খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত শিক্ষার্থী শর্মিতা ম্রো খাগড়াপুরের মায়াংটি পাড়ার মৃত অংপ্রু ম্রো’র মেয়ে। শর্মিতার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।
তিনি আরও জানান, বিদ্যালয় খোলার পর থেকে শর্মিতা অনুপস্থিত থাকায় অভিভাবকদের কাছ থেকে খবর নেয়া হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তার জ্বর সর্দির বিষয়টি জানানো হলে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়। আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শর্মিতার মা রিতা ত্রিপুরা।
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনা, খাগড়াছড়িতে
Facebook Comment