parbattanews

খাগড়াছড়িতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)’র দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ ডিসেম্ব) সকাল ৯টা থেকে শিশু একাডেমি দিনব্যাপী আলোচনা সভা, বার্ষিক কর্ম-পরিকল্পনা বিষয়ক উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ’র সভাপতি শচীন দাস।

এ দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ২০২৩-২০২৪ মেয়াদে জেলা এনসিটিএফ’র স্বচ্ছ ভোটের ফলাফলের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উম্মে হামিমা সোহা, সহ-সভাপতি পদে তলেন্দ্র ত্রিপুরা, সাধারণ সম্পাদক আবির হোসেন ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম নিশি, সাংগঠনিক সম্পাদক ঋদ্ধিকা চাকমা, শিশু গবেষক (মেয়ে) ফারহানা হোসেন, শিশু গবেষক (ছেলে) জুবায়েদ হোসেন জিতু, শিশু সাংবাদিক (মেয়ে) সানজিদা ইসলাম সূচি, শিশু সাংবাদিক (ছেলে) জিহাদ আহমেদ, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) মকলতি ত্রিপুরা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) তেরাং ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি জেলা ভলান্টিয়ার (ছেলে) খোকন বিকাশ ত্রিপুরা, জেলা ভলান্টিয়ার (মেয়ে) রামু ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন, খাগড়াছড়ি এনসিটিএফ’র সহ সভাপতি মিডিয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version