খাগড়াছড়িতে পঞ্চাশ লাখ টাকা মূল্যের গাঁজা ধ্বংস
খাগড়াছড়িতে ৫০ লাখ টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিত্তে রোববার রাতে জেলা সদরের খাগড়াছড়ি ইউনিয়নের চম্পাঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্ষেতের সন্ধান পায়। এসময় কাউকে আটক করতে না পারলেও প্রায় ৪০ শতক জায়গাজুড়ে ৫শ গাঁজা গাছ কর্তন করা হয়।
সোমবার(৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে জব্দকৃত ৫শ গাঁজা গাছ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, (২০১৮ আইন ২১ ধারা অনুযায়ী নিয়মিত) মামলা দায়ের করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। চম্পাঘাট এলাকায় চেঙ্গী নদীর পাড় সংলগ্ন এলাকায় প্রায় ৪০ শতক জমি গাঁজার চাষ করেছে। এসময় চাষকৃত প্রায় ৫শ গাঁজা গাছ কেটে ফেলা হয়েছে। পরে জব্দকৃত গাঁজা গাছ পুড়িয়ে দেয়া হয়। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে আমরা নিয়মিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।