খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়

fec-image

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফির উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে। এতে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। একই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। নামায শেষে দেশের চলমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণসহ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

অপর দিকে জেলা শহরের “বৈঠকে” খোলা আকাশের নিচে ঈদ উল ফিতরের জামাতের আয়োজন করা হয়। এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়া জেলা সদরের পুলিশ লাইন্স জামে মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসািজদ, বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা জামে মসজিদসহ ৩৪টি জামে মসজিদ এবং উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন