parbattanews

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ঈমামতি করেন খাগড়াছড়ি শাহী জামে মসজিদের খতিব আবদুল নবী হক্কানী।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামায়াতে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি। এসময় সবাই কাতার বন্দি হয়ে একসাথে ঈদের জামাত আদায় করেন।

মোনাজাতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষা ও মঙ্গল কামনা করে দোয়া করেন সমবেত মুসল্লীরা।

জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ। একই স্থানে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও জেলা বিভিন্ন উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version