খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল রাখতে তদারকি

fec-image

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজারে মনিটরে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. নাইমুল হকের নেতৃত্বে খাগড়াছড়ি শহরের সবজি, মাছ, গোসতের খুচরা বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় সব ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের পণ্য ক্রয়ের সুবিধার্থে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন,পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো যাবে না।

খাদ্যপণ্যে কোনো প্রকার ফরমালিন ব্যবহার করা যাবে না। রজমান মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয়, সহনশীল পর্যায়ে থাকে এ জন্য প্রতিনিয়ত বাজার মনিটর থাকবে।

রমজান মাসে অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপণ্য মজুদ,পঁচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেদিকেও জেলা ও পুলিশ প্রশাসনের নজড় থাকবে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে।

জেলা ও পুলিশ প্রশাসনের বাজার দর মনিটরকে সাধুবাদ জানিয়েছেন, ক্রেতা সাধারন।

এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসা সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ফরিদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, তদারকি, দাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন