parbattanews

খাগড়াছড়িতে পর্যটনের জন্য ৭০০ একর জমি অধিগ্রহণের প্রতিবাদে রাঙামাটিতে জেএসএসের বিক্ষোভ মিছিল

newspic copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটনের নামে ৭০০ একর জমি অধিগ্রহণের প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও এর সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার উত্তর কালিন্দীপুর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিন্দীপুরে এসে শেষ হয়। পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন কার্যকর করার আগে ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। এতে করে আইনটি অমান্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত কার্যকর করাসহ আলুটিলায় পর্যটনের নামে ৭০০ একর জমির অধিগ্রহণের প্রতিবাদ ও তা বাতিলের দাবি জানান।

সমাবেশে জেএসএস খাগড়াছড়ি জেলা সভপতি সৌখিন চাকমার সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেএসএস সাধারণ সম্পাদক উদয়ন ত্রিপুরা, রাঙামাটি সাংগঠনিক সম্পাদক শরৎজ্যোতি চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, যুব সমিতির রাঙামাটি সভাপতি টোয়েন চাকমা।

Exit mobile version