parbattanews

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৪ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মো. জাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল্লাহসহ সাংবাদিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। শান্তি সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সভায় এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়।

Exit mobile version