খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

fec-image

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজন করা হয়। পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা, শুভ মঙ্গল কামনা, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা, খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেয়।

অনুষ্ঠান চলাকালে মুঠোফোনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা খাগড়াছড়ি জেলা পরিষদসহ সকলকে অভিনন্দন জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় গঠনের ফলে বিগত ২৩ বছরে পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের দুয়ার খুলেছে। এরই ধারা অব্যাহত থাকায় পাহাড়ের মানুষ আজ উন্নয়নমুখী এবং সফলতার দিকে এগিয়ে চলেছে। সে সাথে পার্বত্যাঞ্চলের ধারাবাহিক উন্নয়ন তারই সুফল ভোগ করছে বলে মন্তব্য করেন বক্তারা।

এর আগে সকালে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা আয়োজন করে। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত. দীর্ঘ ২ যুগের সশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্তের আলোকে ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন