parbattanews

খাগড়াছড়িতে পুলিশের বাধায় যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যালি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণে পুলিশের বাধার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দিবসটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় কার্যালয় থেকে র‌্যালি নিয়ে জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এছাড়াও কর্মসূচিতে আসার সময় পথে পথে পুলিশের বিরুদ্ধে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেন নেতৃবৃন্দ।

পরে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক এমএন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সকাল থেকে পুলিশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে আসতে বাধা দেয় এবং গাড়ি আটকে রাখে। ফলে অনেক নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশ নিতে পারেনি।

Exit mobile version