parbattanews

খাগড়াছড়িতে পুলিশ ও সাংবাদিকের উপর হামলা, আহত ২০

খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের হামলায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।

বুধবার (২০ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বাস টার্মিনাল এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক আলমগীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস টার্মিনাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, নির্বাচন চলাকালে সাংবাদিকরা ছবি উঠাতে গেলে শ্রমিকরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এসময় সাংবাদিক শাহরিয়ার ইউনুছের মোবাইল কেড়ে নেয়। শ্রমিকদের একটি অংশ সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয়।

এসময় উত্তেজিত শ্রমিকদের বাধা দিতে গেলে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপরেও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তা করতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।

পরিবহন শ্রমিক জয়নাল আবেদীন বলেন, বিকাল ৪টার দিকে জনৈক শ্রমিকভোট এক উপদেষ্টা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই শ্রমিককে থাপ্পর দিলে সংঘর্ষ শুরু হয়।

খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী রতন ত্রিপুরা জানান, সকাল ৮টায় গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১৩’শ শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। সংঘর্ষের জেরে অনেক শ্রমিক ভোট দিতে পারেনি। গুরতর আহত পরিবহন শ্রমিক আলমগীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ার গ্যাস ও দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এসময় ২ শ্রমিককে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version