parbattanews

খাগড়াছড়িতে পুলিশ কনস্টবল নিয়োগে অনিয়মে সতর্কতা জারি 

পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান

 

খাগড়াছড়িতে পুলিশে পুরুষ ও নারী কনস্টবল পদে নিয়োগ প্রক্রিয়ায় যে কোন ধরনের অনিয়মে সতর্কতা জারি করেছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোন আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত হবেন না। এ ব্যাপারে সকলকে আগাম সতর্কতা প্রদান করা হলো। নিয়োগ প্রক্রিয়ায় কোন ব্যক্তি বা পুলিশ সদস্য অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, আগামী ২৪ জুন খাগড়াছড়ি পার্বত্য জেলায় পুরুষ/নারী কনস্টবল পদে ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে এবং নিয়োগ বিধি মোতাবেক মেধার ক্রমানুসারে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্বাচন করা হবে। ১০০(একশত) টাকার ব্যাংক চালান ও ৩(তিন) টাকা মূল্যের কনস্টবল ভর্তি ফরম ক্রয় ছাড়া অন্য কোন অর্থ খরচ করতে হবে না।

Exit mobile version