parbattanews

খাগড়াছড়িতে পৌনে ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিভিন্ন উন্নয়ন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

খাগড়াছড়িতে চলমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৌনে ৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

শনিবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য ১ কোটি ৫৩ লাখ টাকা দিয়ে নব নির্মিত ডরমেটরি ভবন উদ্বোধন করেন তিনি। পরে বিদ্যালয়ের জন্য ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা অডিটোরিয়াম ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। জেলা শহরের তেতুল তলা এলাকায় দুটি পৃথক প্রকল্পে ৬৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ এবং জেলার মাটিরাঙ্গায় ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়ক এবং সেতুর উদ্বোধন করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সহধর্মিনী মিজ অনামিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম, সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, আশিষ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

Exit mobile version