খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন পুনাক

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ উপলক্ষে রবিবার (৪ ডিসেম্বর) খাগড়াছড়ি শালবাগানস্থ কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে করা হয় এক ব্যতিক্রমী আয়োজন।
এর আয়োজক ছিল পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভাপতি রেহানা ফেরদৌসী।
খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী অফিসার মো. শাহজাহান জানান, পুনাকের আয়োজনটি ছিল একটি দৃষ্টিনন্দন আয়োজন। প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রশংসনীয় উদ্যোগকে তিনি জেলা প্রতিবন্ধী অফিস ও জেলার সকল প্রতিবন্ধী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া বেগম প্রমুখ ।